ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর অগ্নিকান্ডসহ যে কোন দুর্যোগ-দুর্ঘটনায় প্রথম সাড়াদানকারী সেবাধর্মী প্রতিষ্ঠান। অত্র বিভাগের আওতাধীন ০৪টি জেলা নিয়ে গঠিত সিলেট সহকারী পরিচালকের কার্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতি, সেবা ও ত্যাগের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে অত্র বিভাগের আওতাধীন কর্মীরা দিন-রাত ২৪ ঘন্টা মানুষের কল্যাণ ও সেবায় নিয়োজিত। জনগণের দোরগোড়ায় অত্র অধিদপ্তরের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে সিলেট বিভাগে ২৯টি ফায়ার স্টেশন চালু করা হয়েছে এবং ১১ টি ফায়ার স্টেশন স্থাপনের কার্যক্রম চলমান। এছাড়াও বিভাগীয় দপ্তরের জায়গা জেলা প্রশাসক, সিলেট মহোদয় কর্তৃক গ্রহণ ও হস্তান্তর করা হয়েছে এবং বিভাগীয় ট্রেনিং সেন্টারের জায়গা প্রাক্কলন মূল্য নির্ধারণ পূর্বক মুল্যায়নের জন্য অধিদপ্তর, ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সিলেট বিভাগের আওতাধীন ফায়ার স্টেশন কর্তৃক ২০১৯-২০ অর্থবছরে ৭৮৬টি, ২০২০-২১ অর্থবছরে ৮১৫ টি ২০২১-২২ অর্থবছরে ৭৪০টি অগ্নিনির্বাপণের ফলে মোট ৪০০ কোটি ৩৭ লক্ষ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
অত্র দপ্তরের আওতাধীন স্টেশনসমূহ কর্তৃক যেকোন দুর্ঘটনা তাৎক্ষণিক মোকাবিলার জন্য দুর্ঘটনাপ্রবণ ০৩টি পয়েন্টে নিয়মিত টহল ডিউটি পরিচালনা করা হচ্ছে। যার ফলে অগ্নিদুর্ঘটনাসহ যেকোন ধরনের দুর্ঘটনায় অতি দ্রুত সাড়া প্রদান করায় জান-মালের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে হ্রাস পেয়েছে।
উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা, নৌ-দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, পাহাড়ধ্বস, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং জঙ্গি আস্তানাসহ অন্যান্য দুর্ঘটনায় সফলতার সাথে সকল কার্যক্রম পরিচালনা করেছে। ২০১৯ সালে ৯২৮ জন, ২০২০ সালে ৪২৮ জন ও ২০২১ সালে ৫০৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
অত্র দপ্তরের কর্মীদের মনোবল এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অত্র দপ্তরের আওতাধীন বিভিন্ন ফায়ার স্টেশন হতে কর্মকর্তা/কর্মচারীদের সিলেট বিভাগীয় সদর দপ্তরের মাধ্যমে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণসহ বহুতল ও বাণিজ্যিক ভবনের অগ্নিনির্বাপণের জন্য অত্র বিভাগে ব্রেভহার্ট কোর্স, MFR & CSSR, Crush Programme চলমান আছে।
ভূমিকম্পসহ অন্যান্য দুর্ঘটনায় উদ্ধার কাজ করার জন্য USAR টিম, স্পেশাল ফায়ার ফাইটিং এবং ওয়াটার রেসকিউ টিম গঠন করা হয়েছে।
অগ্নিসেনাদের শারীরিক ফিটনেস রাখার জন্য ০১টি ফায়ার স্টেশনে পিটি আইটেম স্থাপন করে মিনি ট্রেনিং সেন্টারে রূপান্তর করা হয়েছে।
এছাড়াও ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে সহযোগিতা করার জন্য CDMP ও অন্যান্য এনজিও এর সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশনসহ অন্যান্য জেলা শহরের স্থানীয় বাসিন্দাদের প্রশিক্ষণের মাধ্যমে ভলান্টিয়ার তৈরির কার্যক্রম চলমান আছে। ইতোমধ্যে ৬৮৮০ জন কমিউনিটি ভলান্টিয়ার তৈরি করা হয়েছে।
অত্র দপ্তর কর্তৃক রাজস্ব বাবদ ২০১৯-২০২০ অর্থবছরে ২৪.৫ লক্ষ, ২০২০-২০২১ অর্থবছরে ৩৩ লক্ষ ও ২০২১-২০২২ অর্থবছরে ৩৩.৪২ লক্ষ টাকা আদায় করা হয়েছে।
ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস