Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Shaheed Agnonsino Suhale Rana Daphon
Details

বনানী এফআর টাওয়ারের অগ্নি দুর্ঘটনায় অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নিয়ে গুরুতর আহত এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শহীদ অগ্নিসেনা সোহেল রানার মরদেহ তার গ্রামের বাড়িতে সমাহিত করা হয়েছে। যে মাটিতে সোহেল রানার বেড়ে ওঠা, সে মাটিতেই চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।

এর আগে সোমবার (০৮ এপ্রিল) ফায়ারম্যান সোহেল রানার মৃত্যু সংবাদে শোক জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। একই দিন রাত ১০-৪০ মিনিটে সোহেল রানার মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল উপস্থিত ছিলেন। গার্ড অব অনার শেষে তাঁরা সোহেল রানার মরদেহে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Images
Attachments
Publish Date
18/04/2019
Archieve Date
30/04/2019